
নিউজগার্ডেন ডেস্ক: পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ ও শহীদ লেইন যুবদলের উদ্যোগে ৩য় রমজান, মঙ্গলবার (৪ মার্চ), বিকাল তিনটায়, আকবর শাহ রেলওয়ে হাউজিং সোসাইটি এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। তিনি বলেন, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই আমরা এই উদ্যোগ নিয়েছি। নিজেদের উপার্জনের একটি অংশ মানবতার কল্যাণে ব্যয় করার উদ্দেশ্য নিয়ে আমাদের এই উদ্যোগ।
আকবর শাহ ইউনিট যুবদলের আহবায়ক ইব্রাহীম হোসেন সাদ্দামের সভাপতিত্ব ও যুবদল নেতা মুনছুর আহমেদ মোহনের সঞ্চালনায় এতে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, শাহেদ আকবর, ফজলুল হক সুমন, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি শহীদ উল্লাহ বাহার, নগর যুবদলের সাবেক সহ সভাপতি মিয়া মো. হারুন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, এস এম জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া, সহ সাধারণ সম্পাদক শাহজালাল পলাশ, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক জহিরুল হক টুটুল, নগর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান (মাস্টার), নগর যুবদলের সাবেক সদস্য সাখাওয়াত কবির সুমন, খুলশী থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ইউনুছ মুন্না, বিএনপি নেতা সাইফুল ইসলাম মামুন, শ্রমিক দল নেতা আলতাফ হোসেন, যুবদল নেতা এইচ এম সাজেদুল ইসলাম অরিক, পেয়ার আলী, জামশেদ ফয়সাল, মোশাররফ হোসেন, থানা ছাত্রদল নেতা রাহাদ মাহমুদ, যুবদল নেতা জাহেদুল ইসলাম, জিসান, দেওয়ান হায়দারসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।