
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমিতে দনেক্সট জেনারেশন অফ সী ফেয়ারার্স ইন্টিগ্রেটি ট্রেনিং প্রোগ্রামক্স শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (২৯ অক্টোবর) বিকেলে একাডেমির শহীদ লিয়াকত আলি ক্যাডেট ব্লকের ডাইনিং হলে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন মেরিটাইম এনটি করাপশন নেটওয়ার্ক (এমএসিএন) ডোনার এনগেজমেন্ট পাকিস্তান ও বাংলাদেশ শাখার লিড মেথিস বাক, এমএসিএন বাংলাদেশ শাখার সিনিয়র অ্যাডভাইজার কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, এমএসিএন বাংলাদেশ শাখার অ্যাসোসিয়েট অঞ্জন দাস, বাংলাদেশ মেরিন একাডেমীর কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) মেরিন ইঞ্জিনিয়ার মো: মনজুরুল কবীর, চিফ ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান, সিএনএস ক্যাপ্টেন মোঃ ফিরোজ মোস্তফা, চিফ এডুকেশন অফিসার খালিদ মাহমুদ, এ্যাডজুটেন্ট নৌপ্রকৌশলী গোলাম মোস্তফা প্রমুখ।
				 খবরটি পড়েছেনঃ ১৩
			
		 
													 
								




 
													 
		 
		



