সেলিম উদ্দিন রাসেলের নেতৃত্বে চট্টগ্রাম মহানগর যুবদলের র‌্যালি

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যেও ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩১ অক্টোবর), বিকাল ৪টায় সাবেক যুগ্ন সম্পাদক সেলিম উদ্দিন রাসেল এর নেতৃত্বে এ র‌্যালি নগরীর আতুরার ডিপো থেকে শুরু হয়ে শহরজুড়ে প্রদক্ষিণ করে।
র‌্যালিটি আতুরার ডিপো থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুরাদপুর গিয়ে শেষ হয়। এতে নগরীর যুবদলের শত শত নেতা-কর্মী অংশ নেন।
নেতাকর্মীদের উচ্ছ্বাসে পুরো শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে র‌্যালির প্রতিটি ধাপ।
র‌্যালি শেষে মুরাদপুওে সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক যুগ্ন সম্পাদক সেলিম উদ্দিন রাসেল বলেন, যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের বাহক। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয়তাবাদী শক্তির পুনর্জাগরণের এই সময়ে যুবদলকে আরও ঐক্যবদ্ধ, সক্রিয় ও সংগঠিত হতে হবে।
তিনি আরও বলেন, যুবদলই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অগ্রভাগে রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে আমরা ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অবিচল থাকবো।
এত উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ কামাল উদ্দিন, দক্ষিণ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসাইন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সদস্য মোহাম্মদ হাসান, মহানগর যুবদল নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম শোলকবহর ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক সাদেক আহমেদ, পশ্চিম ষোলশহর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক রাসেল আহমদ, সত্যজিৎ বড়ুয়া রুপি, সানি আহমেদ, কফিল উদ্দিন, মোহাম্মদ শিমুল, জুবায়ের, মোহাম্মদ রিপন, মোহাম্মদ আসলাম, ডাক্তার রাহাত।

মন্তব্য করুন