
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান এর পক্ষে হতদরিদ্রের মাঝে কোতোয়ালী থানা যুবদলের উপহার সামগ্রী বিতরণ।
জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে কোতোয়ালী থানা যুবদলের উদ্যোগে বুধবার (২৯ অক্টোবর), বিকাল ৪টায় এনায়েত বাজার এলাকায় উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। তিনি বলেন, দেশের মানুষ এখন ভোট দেওয়ার স্বপ্ন দেখছে।মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে, আগামী নির্বাচনে মানুষ ধানের শীষে ভোট দিয়ে দেশ পুনর্গঠনের দায়িত্ব বিএনপিকে দিবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন সবাই ঐক্যবদ্ধভাবে তাঁকে জয়ী করতে কাজ করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে যুবদল রাজপথে ছিলো আছে, থাকবে।
কোতোয়ালী থানা যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন সভাপতিত্বে ও যুবদল নেতা মোঃ আবদুল হাকিম মুনসুর এর সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি এ কে এম ফজলুল হক সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল আল হাসান সোনা মানিক, কোতোয়ালি থানা যুবদল নেতা ওমর ফারুক, আবদুল আল কাইয়ুম সুমন, আবদুল আল ফরহাদ জ্যাকী, আল আমিন, জাহাঙ্গীর, ফয়সাল, সুজন, মোঃ ফারুক, এস এম নাসিম, টুটুল ঘোষ, রাশেদ, মোঃ কামাল, রাকিবসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
													 
								




 
													 
		 
		


