নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম জেলার রাউজান উপজেলাধীন ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা যুধিষ্ঠির আচার্য্যের দুইপুত্র বিষ্ণু চরণ আচার্য্য ও ঈশ্বর চন্দ্র আচার্য্য হিসেবে সহোদর দুই ভাইয়ের কিছু সম্পত্তি অধিগ্রহণ হওয়ার পর উক্ত বিষ্ণু পক্ষের দৌহিত্ররা বিষ্ণু পক্ষের বাদবাকী বা অবশিষ্ট সম্পত্তির অগ্রাধিকারী হিসেবে কিছু দৌহিত্র সম্পত্তি বিক্রী করার মাধ্যমে ও আদালতের রায় পাওয়ার মাধ্যমে দৌহিত্র সম্পত্তির স্বার্থ প্রমাণিত হয়েছে এবং দৌহিত্ররা উক্ত অধিগ্রহণ হওয়া সম্পত্তির যথাযোগ্য বন্দোবস্তীসহ যথাযোগ্য ক্ষতিপূরণ পাওয়ার অগ্রাধিকারী হিসেবে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের বরাবরে আবেদন করেছেন।
জানা যায়, উক্ত প্রমাণিত থাকা দৌহিত্র সম্পত্তির উল্লেখ রেখে দৌহিত্র আবেদনকারী ১৬/০১/২০২২ইং তারিখে, ২৯/০৮/২০২২ ইং তারিখে, ১২/০৬/২০২৩ইং তারিখে, ০১/০৮/২০২৩ইং তারিখে ও ৫, ১৬ ও ২৬/১১/২০২৩ইং তারিখে ও ১০/১২/২০২৩ ইং তারিখে আইন সচিবের secretary@lawjusticediv.gov.bd নং, চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের exen-chittdiv1.bwdb@yahoo.com নং, চট্টগ্রাম কোর্ট এটু আই তথ্যসেবার acfdesk@gmail.com নং, রাউজান এসিল্যান্ডের aclraozanchattogram@gmail.com নং তথা যথাপর্যায়ের ইমেইল ঠিকানার বরাবরে ইমেইলবার্তা পাঠিয়ে দিয়েছেন। অবশ্য দৌহিত্র সম্পত্তির স্বার্থে রাউজান এসিল্যান্ড ও চট্টগ্রাম এডিসিরাজস্ব তথা সরকারী পক্ষ রায় দেওয়ার খবরটি উক্ত দৌহিত্র আবেদনকারী ০৭/০২/২০২৩ইং তারিখে উল্লেখ রেখে রাউজান ইউএনও, রাউজান এসিল্যান্ড, রাউজান সাবরেজিস্ট্রার ও নোয়াপাড়া ভূমিকর্তার বরাবরে যথাক্রমে ৯৮৩নং, ৯৮৪নং, ৯৮৫নং ও ৯৮৬নং রেজিস্ট্রী ডাকযোগে পাঠানোর পরে ২২/০২/২০১৩ ইং তারিখে দৌহিত্র সম্পত্তির স্বার্থে চট্টগ্রাম অর্পিত সম্পত্তির ট্রাইব্যুনাল রায় দিয়েছেন বলে সূত্রে প্রকাশ।
এদিকে বিশ্বের বিভিন্ন উন্নত দেশের সারিতে স্মার্ট বাংলাদেশ নামে দাঁড় করানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বপ্নের ঘোষণা করা সরকারী ২০২১ ও ২০৪১ রূপকল্প বাস্তবায়নের কোনো জরুরী অগ্রগতির ব্যবস্থা হিসেবে ১০/১২/২০২০ইং তারিখের ভূমি পরিপত্রসহ ১৮/০৯/২০২৩ ইং তারিখের গেজেট তথা কোনো সুসঙ্গত যৌক্তিক কাঠামোর আলোকে উক্ত দৌহিত্র পক্ষের আবেদন বাস্তবায়নের কোনো জরুরী অগ্রগতির ব্যাপারে প্রাতিষ্ঠানিক বিলম্ব না হওয়ার আশাবাদ জানিয়ে দৌহিত্র আবেদনকারী বলেছেন, উক্ত ১০/১২/২০২৩ ইং তারিখের ইমেইলবার্তার মধ্যে ১৪/০৫/২০১৩ইং তারিখের newsgarden24.com মুক্তমত খবরটি পাওয়া যাবে।