পীযূষ কুমার সাহা
তোরা যে যা বলিস ভাই
আমার সোনার বাংলা চাই।
দেখ জেগেছে সোনার মানুষ
বাংলার ভাগ্যাকাশে উড়ছে ফানুস।
মাগো, বিনিদ্র তোমার সন্তান
গড়বে সোনার বাংলা বিনির্মাণ।
শক্ত ভিত্তি গেঁথেছে চোরের খনি
ওদের তাড়ালে মিলবে সোনার খনি।
পুঞ্জিভূত আবর্জনা হচ্ছে পরিষ্কার
বিশ্ব দেখবে উন্নয়নের জয়জয়কার।
গ্রামে-গঞ্জে শুরু হয়েছে গণআদালত
দুষ্কৃতিকারীরা খুঁজছে পালাবার পথ।
শুরু হয়েছে জবাব দিহিতার গণতন্ত্র
“স্মার্ট বাংলা গড়বো” এটাই বীজমন্ত্র।
জনগণের রাজস্বে হয় যাদের বেতন
বিনা দোষে তাদের উপর নির্যাতন!
বাংলাদেশ হচ্ছে উন্নয়নের দৃষ্টান্ত
দেশদ্রোহীরা হিংসার যন্ত্রণায় ক্লান্ত।
সুমন, পলক, আজিজুল, মাশরাফি
তোমরা হও স্মার্ট বাংলার কারুশিল্পী।
[ আমার এই লেখাটি সাংসদ “সুমন”, “পলক”, “আজিজুল”, “মাশরাফি” ভাইদেরকে উৎসর্গ করলাম ]
খবরটি পড়েছেনঃ ২০৪