‘৩৮নং ওয়ার্ডের জলবদ্ধতা নিরসনে সকলকে ঐকবদ্ধভাবে এগিয়ে আসার আহবান’

নিউজগার্ডেন ডেস্ক: বন্দর নগরী চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা হচ্ছে ৩৮নং দক্ষিণ মধ্য হালিশহর। উক্ত এলাকা চট্টগ্রাম বন্দর ও ইপিজেড এর পাশর্^বর্তি হওয়াতে ওয়ার্ডটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর অন্যতম ওয়ার্ড হিসেবে গুরুত্ব বহন করে থাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য উক্ত ওয়ার্ডটি বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম বন্দর ও অর্থনৈতিক জোন সিইপিজেড এর পাশে হওয়া সত্ত্বেও জলাবদ্ধতা সহ কর্তৃপক্ষের অবহেলা ও বৈষম্যের কারণে নানা রকম সংকট তৈরী হচ্ছে। এলাকার পশ্চিম পাশে বঙ্গোপ সাগর এবং পূর্ব পাশে কর্ণফুলী নদী থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় এলাকার খাল, নালা নর্দমা গুলো দখল, ভরাট ও বর্জ্য অব্যবস্থাপনার কারণে উক্ত ওয়ার্ডে বসবাসরত হাজার হাজার গার্মেন্টস কর্মীসহ পাঁচ লক্ষাধিক জনগণ জরম দুর্ভোগে জীবন অতিবাহিত করে আসছে। জলাবদ্ধতার কারণে ওয়ার্ডের কোন কোন এলাকায় বর্ষার পরেও দীর্ঘদিন পানি জমে থাকে। ফলে এলাকার স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ সাধারণ মানুষ বিভিন্ন পানি বাহিত রোগে আক্রান্ত হচ্ছে।

২০ সেপ্টেম্বর (শুক্রবার) নাগরিক অধিকার সংরক্ষণ বিষয়ক সংগঠন ”৩৮নং ওয়ার্ড উন্নয়ন ফোরাম” এর উদ্যোগে ৩৮নং দক্ষিণ মধ্য হালিশহর ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে স্থানীয় নিশ্চিতা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভায় আলোচকবৃন্দ উপরোক্ত কথা বলেন।

আলোচকবৃন্দ আরো বলেন, ৩৮নং ওয়ার্ড এলাকাটি বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। তা সত্বেও বহু বছর যাবত এলাকার জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা নিরসনে সরকারের সংশ্লিষ্ট সংস্থা সমূহের তেমন কোন সহযোগিতা পরিলক্ষিত হয়নি। আলোচকবৃন্দ ৩৮নং ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন কল্পে মহেশ খাল, কুমারী খাল, মুন্সি মিয়াজী খাল সহ নালা নর্দমা গুলো দখলমুক্ত করে জরুরী ভিত্তিতে খাল খনন ও নালা নর্দমা পরিষ্কার করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সংস্থার প্রতি রোজ দাবি জানান।

বিশিষ্ট সমাজ সেবক ৩৮ নং ওয়ার্ড উন্নয়ন ফোরাম আহ্বায়ক সাংবাদিক মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ নুরুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর কেন্দ্রীয় মহাসচিব এডভোকেট জিয়া হাবীব আহসান।

এতে আরো বক্তব্য রাখেন আবুল মোকাররম, সাবেক কাউন্সিলর শফিউল আলম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মোজাহের, জহির উদ্দীন, মোঃ তাজ উদ্দীন, ইঞ্জিঃ মুজিবুল হক, আব্দুল্লাহ ওমর বাহাদুর, মাসুদ রানা, মোহাম্মদ হানিফ ও মোহাম্মদ আলী হোসেন বুলু প্রমুখ।

মন্তব্য করুন