মেরিন একাডেমিতে আন্ত: বিভাগীয় ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ মেরিন একাডেমিতে আন্ত: বিভাগীয় ভলিবল প্রতিযোগীতা ২০২৪ চূড়ান্ত পর্ব গতকাল রবিবার বিকালে একাডেমির ভলিবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।

৪ দিন ব্যাপী এ খেলার ১ম পর্ব (১১ সেপ্টেম্বর) ফোর টপ বনাম মেইন টপ, ২য় পর্ব (১২ সেপ্টেম্বর) মেইন টপ বনাম মিজেন টপ, ৩য় পর্ব (১৫ সেপ্টেম্বর) মিজেন টপ বনাম ফোর টপ এবং চূড়ান্ত পর্ব (২২ সেপ্টেম্বর) ফোর টপ ও মেইন টপ ডিভিশনের মধ্যে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় মেইন টপ ডিভিশন চ্যাম্পিয়ন এবং ফোর টপ ডিভিশন রানার্স আপ ট্রপি লাভ করেন।

লিডিং ক্যাডেট ক্যাপ্টেন আমানুল্লাহ নাসিব ও নাফিজুল কবির নিলয়ের উপস্থাপনায় অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন মো. ইবনে কায়সার তৈমুর, অন্যান্যদের মধ্যে ছিলেন প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আতিকুর রহমান, প্রধান শিক্ষা কর্মকর্তা খালিদ মাহমুদ, ন্যাশনাল মেরিটাইম ইনষ্টিটিউট, মাদারীপুরের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নৌপ্রকৌ. মোহাম্মদ শহিদ উল্লাহ, মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) লেফটেন্যান্ট কমান্ডার কাজী ইফতেখার হোসেন, অর্গানাইজার এ্যাডজুটেন্ট নৌপ্রকৌ. গোলাম মোস্তফা, ক্যাপ্টেন মোহাম্মদ মোজাহেরুল ইসলাম, প্রকৌশলী হিমু বড়ুয়া, প্রকৌশলী মো. আবুল কালাম খান, প্রকৌশলী মোহাম্মদ মাহমুদ মিয়া, প্রকৌশলী মো. খায়রুল বাশার, মো. আনোয়ারুল ইসলাম, আবু সা‘দত মো. আমানুল্লাহ, মো. আসাদুজ্জামান, কৃষ্ণ প্রসাদ বিশ্বাস, জিন্নাত আরা নাছরীন, ডাক্তার গৌতম দাশ গুপ্ত, ডাক্তার আনিকা, মোহাম্মদ শফিকুল আলম, প্রকৌশলী মো. সজল আহমেদ, প্রকৌশলী মাহমুদুল হাসান, মুহাং খালেদ সালাউদ্দিন, মোস্তাফিজুর রহমান, এম রফিকুল ইসলাম, এম নাজিম উদ্দিন, ফরিদ আহমেদ খান, এলএম পিয়াস ইমাম, মবিন মাহমুদ, মোহাম্মদ উল্লাহ, মোহাম্মদ নেজাম উদ্দিন। উক্ত খেলায় রেফারী ছিলেন রাজেশ বড়ুয়া ও উর্মী কুন্ড।

মন্তব্য করুন