নগর জামায়াত আমীর শাহজাহান চৌধুরীর সাথে সাতকানিয়ায় পূজা উদযাপন পরিষদের সাক্ষাৎ

নিউজগার্ডেন ডেস্ক: আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক এমপি জননেতা আলহাজ¦ শাহজাহান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সাতকানিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সোমবার বিকেলে দেওয়ান বাজারের দেওয়ানজী পুকুর লেনস্থ নগর জামায়াতের কার্যালয়ে সাক্ষাত করেন তারা।

এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতকানিয়া উপজেলা শাখার এডহক কমিটির আহ্বায়ক রাজীব কুমার ধর, যুগ্ম আহ্বায়ক সৈকত পালিত ও সুজন দাশ নয়ন, সদস্য সচিব রাজীব নন্দী, সদস্য প্রকৌশলী লিখন কান্তি দাশ, দেবাশীষ দাশ, রতি লাল দাশ রাহুল, টিটু তালুকদার ও উত্তম দাশ।

এ সময় সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক এমপি জননেতা আলহাজ¦ শাহজাহান চৌধুরী তাদের দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

 

মন্তব্য করুন