নিউজ ডেস্ক

অবিলম্বে দোহাজারী লাইনে ডেমু ট্রেন চলাচলের ব্যবস্থা করুন

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মহিলা কমিশনার আনজুমান আরা বেগম বলেন মহিলাদের টয়লেটে প্রবেশের দরজা বেশি শক্ত খুলতে অনেক কষ্ট হয় এবং তিনি আরো বলেন ট্রেনে মোবাইল চার্জ দেওয়ার প্লাগ থাকলেও বেশিরভাগ প্লাগ গুলো অকার্যকর।

ডা. শাখাওয়াত হোসাইন হিরু বলেন, রেল লাইন সহ যাবতীয় সকল কিছু বিদ্যমান রয়েছে এবং পটিয়া দোহাজারীর বুকের উপর দিয়ে ট্রেন যদি কক্সবাজারে চলাচল করতে পারে তাহলে দোহাজারী লাইনে কেন ট্রেন চলবে না। অবিলম্বে দোহাজারী লাইনে ডেমু ট্রেন এবং নাজিরহাট লাইনের মত সাধারণ ট্রেনেরও চলাচলের ব্যবস্থা করতে হবে। এখানে উল্লেখ্য যে, পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ট্র্যাক) মোঃ আরমান হোসেন সভার সকলের প্রশ্নের উওর অতি সুন্দর ও সুনিপুণ ভাবে দেন।

চট্টগ্রাম রেলস্টেশনের ভিআইপি লাউঞ্জে অংশীজন সভায় ছালেহ আহম্মদ হাসান বানু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং পটিয়ার কৃতি সন্তান ডা. মুহাম্মদ শাখাওয়াত হোসাইন হিরু সভার শুরুতে বক্তব্য নিয়ে আসেন।

উপস্থিত ছিলেন, রেলওয়ের উর্ধতন কর্মকর্তা যথাক্রমে, জোবেদা আক্তার অতিরিক্ত সিসিএম (পূর্ব), মোঃ আরমান হোসেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ট্র্যাক) পূর্ব, তারেক মুহাম্মদ ইমরান ডিসিও চট্টগ্রাম, তৌষিয়া আহমেদ ডেপুটি সিসিএম (আর), মোঃ মেহেদী হাসান এসিও- ১, মোহাম্মদ মনিরুজ্জামান স্টেশন ম্যানেজার, চট্টগ্রাম, মোঃ শাহাবুদ্দিন এস এম গ্রেড -১, মোঃ শফিকুল ইসলাম এস এম গ্রেড-২, মোঃ শাহাদাত হোসেন এসিও- ২, মোঃ শহীদুল্লাহ্ কমান্ডেন্ট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, চট্টগ্রাম, মোঃ রেজওয়ানোল ইসলাম সিআই আরএনবি, চট্টগ্রাম, মোঃ জয়নাল আবেদীন স্টেশন মাষ্টার, ষোলশহর, মোঃ আবু জাফর স্টেশন মাষ্টার, পাহাড়তলী।

মন্তব্য করুন