ফিরিঙ্গী বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান: জাকির হোসেন

নিউজগার্ডেন ডেস্ক: কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন বলেছেন, ফিরিঙ্গী বাজার এলাকার এবি দাস লেইনে কয়েকদিন আগে আগুনে ঘর বাড়ি পুড়ে যাওয়া মানুষগুলো এখন মহাবিপদে। তাই তাদের প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে কারো কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেয়া যাবে না। একইসঙ্গে ব্যক্তিগত কিংবা দলীয় উদ্যোগের পাশাপাশি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তায় সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বিএনপি জনগণের দল বলেই কখনো জনগণকে ছেড়ে যাননি। দেশের জনগণের কাছে থেকে তাদের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করে যেতে হবে।

তিনি দলীয় নেতাকর্মী ও সমাজের বিত্তশালীদের ফিরিঙ্গী বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

তিনি সোমবার (২ ডিসেম্বর) বিকেলে নগরীর ফিরিঙ্গী বাজার এ বি দাস লেইনে আগুনে পুড়ে যাওয়া অসহায় পরিবারের মাঝে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।

তিনি বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার খান, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রিপন, বিএনপি নেতা শফি সওদাগর, জামাল উদ্দিন, মো. আলম, আশরাফ উদ্দিন, আতিকুর রহমান, মো. সুমন, মো. হারুন, মো. সাইফুল, মো. কবির, মোরশেদ আলম, আলাউদ্দিন বাপ্পি, রাকিব প্রমূখ।

মন্তব্য করুন