
নিউজগার্ডেন ডেস্ক: বিশিষ্ট গবেষক ও লেখক, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য, আশেকানে হক ভাণ্ডারী, শোকর এ মওলা মন্জিল এবং মাইজভাণ্ডারী আদর্শবাহী ছাত্র ও যুব সংগঠন “জ্যোতি ফোরাম” এর সম্মানিত প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহেদ আলী চৌধুরীর সাথে গত ১২ জানুয়ারী, ২০২৫ ইংরেজী, রবিবার চট্টগ্রাম মহানগরীর হামজারবাগস্থ হিলভিউ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন “বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন” এর চেয়ারম্যান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব অ্যাডভোকেট মোঃ জাফর হায়দার।
মতবিনিময় প্রাক্কালে তিনি বলেন, “মাইজভাণ্ডার দরবার শরীফে গেলে একজন মানুষ পরিপূর্ণভাবে শুদ্ধতা লাভ করে মানবতার চেতনায় উজ্জীবিত হতে পারেন। শোকর এ মওলা মঞ্জিলের মাধ্যমে মানবতার খেদমতে যে কর্মসূচীগুলো হচ্ছে তাতে আমি অভিভূত।”
মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী বলেন, “বাংলার জমিনে প্রবর্তিত একমাত্র বিশ্বসমাদৃত মাইজভাণ্ডারীয়া ত্বরিকা বিশ্বমানবতার জন্য একটি ন্যায্য ও শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য আহ্বান জানায়। এক ও অদ্বিতীয় স্রষ্টার প্রতি বিশ্বাসের ভিত্তিতে ন্যায়বিচার ,ধনসাম্য এবং অসাম্প্রদায়িক চেতনার প্রচার করে এবং কোরান ও হাদিসের নির্দেশনা অনুসরণ করে মানবতার কল্যাণে কাজ করা মাইজভাণ্ডারীয়া ত্বরিকার মৌলিক বিষয়।”
এসময় উপহার স্বরুপ তাঁর হাতে শোকর বই তুলে দেন প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী, সম্পাদক মোহাম্মদ সাজীদুল হাসান চৌধুরী, মোহাম্মদ সজীবুল হাসান চৌধুরী, ওমর ফারুক, রাজর্ষী বড়ুয়া, অভিজিৎ দাশ অভি, এই সময় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক কর আইনজীবী মোঃ গোলাম সরওয়ার, সাংবাদিক সাইফুল্লাহ ও সাংবাদিক মোহাম্মদ নেজাম উদ্দীন প্রমুখ।