ফটিকছড়িতে ৭ তলা ভবন হেলে পড়ায় এলাকাবাসী আতঙ্কিত

এ. কে. এম নাজিম উদ্দীন চৌধুরী, ফটিকছড়ি প্রতিনিধি: উপজেলা ফটিকছড়ির প্রাণী সম্পদ অধিদপ্তরের নিকটতম অবৈধ ৭তলা ভবন হেলে পড়ায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে।
জানা যায় আব্দুল খালেকের অবৈধ ৭ তলা ভবনটি ফটিকছড়ি পৌরসভার ৬ তলা নির্মিত অনুমতি থাকলেও মালিক অবৈধভাবে ৭ তলা পাকা ভবন নির্মাণ করেছে।
ফলে উক্ত ভবনটি অন্য ভবনের উপর হেলে পড়ে দেখে স্থানীয় প্রশাসন বিভিন্ন সূত্রে জেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রকৌশলীসহ ৩জন সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী জানান।
উক্ত ভবনে শতাধিক পরিবার অবস্থান করলেও তারা ভবন ছেড়ে অন্যত্র যায়নি। ফলে যেকোন মুহুর্তে ভয়াবহ দূর্ঘটনার আশংকা দেখা দিয়েছে।

মন্তব্য করুন