‘৭ দফা দাবী আদায়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কঠোর হুশিয়ারী’

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী চট্টগ্রাম জেলা সংগ্রাম পরিষদের উদ্যোগে ৭ দফা দাবী আদায়ের জন্য আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে।

কর্মসূচি আওতায় আজকে ৪র্থ কর্মসূচি হিসেবে চট্টগ্রামে সকল সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদের সাথে মতবিনিময় সভা চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন, সংগ্রাম কমিটির আহবায়ক প্রকৌশলী মোহাম্মদ রহিম উল্লাহ’র সভাপতিত্বে ও সদস্য সচিব প্রকৌশলী এস এম তারেক সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি চট্টগ্রাম জেলা আহবায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গণপুর্ত ডিপ্রকৌশ সভাপতি প্রকৌশলী নুর উদ্দীন, সাধারণ সম্পাদক সৌরজিত বড়ুয়া, বিউবো ডিপ্রকৌশ সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু মুছা, রেলওয়ে ডিপ্রকৌশ সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজি আনোয়ার হোসেন, সিটি কর্পোরেশন ডিপ্রকৌস সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী, শিক্ষা প্রকৌশল ডিপ্রকৌস সাধারণ সম্পাদক প্রকৌশলী দয়াল চাকমা, এফ ডি এ সভাপতি প্রকৌশলী কে এম ইসহাক, প্রফেশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সাধারণ সম্পাদক প্রকৌশলী এস এম মাহফুজুর রহমান, পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ নুরনবী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আল নুর, কৌশিক রহমান, সিহাব উদ্দীন, শরিফ উদ্দিন সহ বিভিন্ন সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে চট্টগ্রাম পলিটেকনিক এরিয়াসহ নাছিরাবাদ ২নং গেইট পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে নেতৃবৃন্দরা বলেন ১৯৭৮ সালে ও ১৯৯৪ সালে নির্ধারিত একটি মীমাংসিত বিষয় নিয়ে প্রকৌশল আন্দোলন পরিযদ ব্যানারে যে আন্দোলন হচ্ছে তা বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার আন্দোলন, কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ১০ম গ্রেড এবং ৯ম থেকে ১ম গ্রেড পর্যন্ত বিএসসি ইঞ্জিনিয়ারিং চাকুরী পেয়ে থাকেন. ১০ম গ্রেড যদি বিএসসি ইঞ্জিনিয়ারিদের দিয়ে দেওয়া তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকুরী করার কোন জায়গা থাকে না, তখন বাংলাদেশে ৬০০ মত পলিটেকনিক বন্ধ হয়ে যাবে. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিদের বিরুদ্ধে যে কোন চক্রান্ত প্রতিহত করতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারা সদা প্রস্তুত আছে।

নেতৃবৃন্দরা আশা করেন সরকার ৭ দফা বিষয়ে যে উচ্চ পর্যায়ে কমিটি করে দিয়েছে সেই নিরপেক্ষ ভাবে পর্যালোচনা করে দাবী গুলো পুরন করবেন। বক্তারা হুঁশিয়ারি করেন যদি ৭ দফার মধ্যে সবগুলো যদি বাস্তবায়ন না হয় তাহলে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।

মন্তব্য করুন