
নিউজগার্ডেন ডেস্ক: সুস্থভাবে জীবনযাপন করতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া মনকে আনন্দ দেয় এবং শরীর সুস্থ রাখতে সহায়তা করে। খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে দূরে রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সতেজ করে তোলে। ’
সোমবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ইউএসটিসি’র ডি-ব্লক মাঠে ডাঃ নুরুল ইসলাম মেমোরিয়াল এফএলএস ফুটবল টুর্নামেন্ট -২৫ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
দীপ্তি বলেন, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টিতে খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে। এ ধরনের খেলাধুলার আয়োজন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সবল রাখবে। তাই দেশের খেলাধুলাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে ইউএসটিসির ভিসি প্রফেসর ডাঃ মোহাম্মদ সোলাইমান, ইউএসটিসির ফ্যাকাল্টি অফ লাইফ সাইন্স’র চেয়ারম্যান প্রফেসর ডাঃ নুরুল আবসার, আই এ এইচ এস’র ডিরেক্টর প্রফেসর ডাঃ বদিউল আলম, ড্যাব চট্টগ্রাম প্রেসিডেন্ট প্রফেসর ডাঃ আব্বাস উদ্দিন, ইউএসটিসির রেজিস্ট্রার ডাঃ দিলিপ বড়ুয়া, ইউএসটিসির প্রক্টর মোঃ আব্দুল মোতালেব ভূইয়া, ডাঃ শাহ নেওয়াজ সিরাজ মামুন, ডাঃ রিফাত কামাল রনি, ডাঃ ইফতেখার মোঃ আদনান,নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান (মাস্টার আরিফ), ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।