
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃর্ক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। পরীক্ষিত ও ত্যাগী নেতা-কর্মীদের দলে অন্তর্ভুক্ত করতে হবে। গত ১৭ বছর যারা আন্দোলন সংগ্রাম করে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে নিজেকে পরীক্ষিত করেছেন, আমরা তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করব। আর যারা নতুন করে বিএনপি সাজার চেষ্টা করছেন- তাদের বিষয়ে আমরা সতর্ক রয়েছি। দলের সদস্য নবায়নের সময় খেয়াল রাখতে হবে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক আছে এমন কেউ যেন বিএনপির সদস্য হতে না পারে। পতিত আওয়ামী লীগ থেকে আসা কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে দলে অনুপ্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। জিয়াউর রহমানের শিক্ষা চিন্তা বাস্তব ও নিখাদ ছিল। তিনি দেশের অর্থনীতিতে একটি শৃঙ্খলা নিয়ে এসেছিলেন। শূন্য থেকে একটি জাতি তৈরি করেছেন তিনি। বাংলাদেশে ভারত নির্ভর পররাষ্ট্রনীতি ছিল। তিনি পররাষ্ট্রনীতিকে স্বাধীন করতে পেরেছিলেন। তিনি বুঝেছিলেন প্রতিবেশী একটি শক্তিশালী দেশের সঙ্গে টিকতে হলে তাকে অন্য আরেকটি শক্তিশালী দেশের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। তাই তিনি চীনের কাছে গিয়েছিলেন। জিয়াউর রহমান মাত্র সাড়ে তিন বছর কার্যকরীভাবে দেশ শাসনের সুযোগ পেয়েছিলেন। এই সময় তিনি যেসব অবদান রেখে গেছেন। তিনি বলেন, বিগত সরকার ইচ্ছাকৃতভাবে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছিল। কারণ মানুষ শিক্ষিত হলে সরকারকে প্রশ্ন করবে। ১৬ বছর আমরা নির্যাতিত হয়েছি, অত্যাচারিত হয়েছি, প্রাণ দিয়েছি। বাংলাদেশের ১৬ কোটি মানুষ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করেছে। উদ্দেশ্য ছিল বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হবে, বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে কথা বলতে পারবে, দল গঠন করতে পারবে, মতামত প্রকাশ করতে পারবে, মতামত জনগণের কাছে নিয়ে যেতে পারবে। সুতরাং যেকোনো দল তাদের মতামত নিয়ে আসতে পারে। সেখানে কোনো সমস্যা নাই। কিন্তু সেই মতামতের সিদ্ধান্তে আমাদের আসতে হবে। মতামত সবার থাকতে হবে, আমাদের ৩১ দফা সংস্কার প্রস্তাব আছে। এটা আমরা কালকেই বাস্তবায়ন করতে পারব না। আমাদের জনগণের কাছে যেতে হবে।
তিনি আজ ১৩ সেপ্টেম্বর (শনিবার) বিকালে ৬নং পূর্ব ষোলশহর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল, কৃষক দল ও অঙ্গসংগঠন সমূহ এর যৌথ উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ৩১ দফা বাস্তবায়ন ও সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এক কিলোমিটার মোহনা কমিউনিটি সেন্টারে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির আহবায়ক ও সাবেক কাউন্সিলর হাসান লিটনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো: ইউসুফের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য জাফর আহম্মদ, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর মোঃ আজম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য জাকির হোসেন, মোহরা ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও চান্দগাও থানা বিএনপি নেতা জানে আলম জিকু, জানে আলম, ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী নিজাম উদ্দিন।
বক্তব্য রাখেন ওমর ফারুক, নুরুল আমিন, শাহজাহান, রহমান, জাবেদ, হোসেন, হোসেন-২, নাছির, মো: ফরিদ, কফিল, বেলাল, ফজল কবীর, জানে আলম, বাবুল, জয়নাল, মিনার, আনোয়ার, জাহেদ, নুর উদ্দিন, মো: হারুন, মো: হাসান, মো: বাহাদুর, মো: জাবেদ, গাজী সেলিম, শওকত, দৌলত, নেছার, মো: সেলিম, মো: সাইফু, বাদশা সহ প্রমুখ নেতৃবৃন্দ।