জুলাই হত্যাকান্ডের বিচার, প্রয়োজনীয় সংস্কার দাবী

নিউজগার্ডেন ডেস্ক: আগামী জাতীয় নির্বাচন পি আর পদ্ধতিতে করা, জুলাই হত্যাকান্ডের বিচার সম্পন্ন ও প্রয়োজনীয় সংস্কার এর দাবীতে আজ এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় চট্টগ্রামের আগ্রাবাদ মোড়ে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এর এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগর সভাপতি ও চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ এ সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগর এসিস্ট্যান্ট সেক্রেটারী অ্যাডভোকেট পারভেজ তালুকদার ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম।
বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর নেতা মাও নজরুল ইসলাম, মাওলানা তরিকুল ইসলাম, নওয়াব মিয়া , শামসুল আলম, এডভোকেট আবদুস শুক্কুর, মো: শরিফুল ইসলাম, যুবনেতা মো নোহেল, ছাত্রনেতা মো নুরুদ্দিন, নুরুল আলম, অধ্যক্ষ ক্বারী দিদারুল মাওলা, মাওলানা মোবারক করিম, মাওলানা মনজুরুল আলম জিহাদী, ইনকাম ট্যাক্স এডভাইজার মো বেলাল হোসেন সহ বিভিন্ন থানা ও অঙ্গ সংগঠন ও মহানগর নেতৃবৃন্দ।
সমাবেশে অবিলম্বে পি আর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কার ও জুলাই হত্যাকান্ডের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করার করার দাবী জানানো হয়।

মন্তব্য করুন