
নিউজগার্ডেন ডেস্ক: চট্রগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের চাঁনখালী খালের উপর পুরাতন চন্দ্রকলা বেইলি ব্রীজটি অপসারনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মো: রেজাউল মাকছুদ জেহাদীর কাছে ইন্দ্রপোল লবণ মিল মালিক সমিতির পক্ষ থেকে আবেদন জানালে তিনি এলজিইডির প্রধান প্রকৌশলীকে অপসারণের নির্দেশ দিয়েছেন।
জানা যায়, ১৫ বছর যাবৎ ব্রীজটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় ইন্দ্রপোল শিল্পাঞ্চলের লবণ ইন্ডাস্ট্রি গুলোতে লবণ এর কাঁচা মাল আনা নেওয়ার নিয়োজিত নৌ বোটগুলোর চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে লবণ ব্যবসায়ীসহ সাধারণ জনগণকে দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। যার ফলে পটিয়া লবণ শিল্পের ব্যপক ক্ষতির পাশাপাশি অনেক ইন্ডাস্ট্রিতে লালবাতি জ্বলার উপক্রম হয়েছে। বিষয়টি অবহিত হয়ে পটিয়া উন্নয়ন ফোরাম এর নের্তৃবৃন্দ সহ যুগ্ম আহবায়ক ছালেহ আহমদ হাসান বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ শাখাওয়াত হোসাইন হিরু ও ইন্দ্রপোল লবণ মিল মালিক সমিতির সদস্য ও মেসার্স আনোয়ারা সল্ট এন্ড রিফাইনারি ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সেতুটি পরিদর্শন করেন।
উল্লেখ্য এ নিয়ে ইন্দ্রপোল লবণ মিল মালিক সমিতির পক্ষ থেকে স্থানীয় সরকার উপদেষ্টা বরাবরে লিখিত আবেদন জানালে তিনি তা স্থানীয সরকার সচিবের কাছে প্রেরণ করেন। সচিব তা এলজিইডির প্রধান প্রকৌশলীর কাছে প্রেরণ করেন। প্রধান প্রকৌশলী এ ব্যাপারে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে পটিয়া উপজেলা প্রকৌশলীকে লিখিত নির্দেশ প্রধান করেন।
এতে ডাঃ শাখাওয়াত হোসাইন হিরুর প্রচেষ্টায় সেতুটি প্রধান প্রকৌশলী কর্তৃক অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়ায় তাকে ইন্দ্রপোল লবণ মিল মালিক সমিতির পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।