
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী আহলা দরবার প্রঙ্গণে তিন দিনব্যাপী ওরশ মাহফিল গত রোববার রাতে শেষ হয়েছে। শাইখুল হাদিস মুফতীয়ে আজম আল্লামা মাওলানা শাহ্ ছুফী গাজী আবুল মোকারম মোহাম্মদ নুরুল ইসলাম (রহ.) কুদ্দুছীর রুহুল আজিজ ওফাত দিবস উপলক্ষে ও শাহ ছুফী মাওলানা মোহাম্মদ মজহারুল ইসলাম (রহ.) কুদ্দুছীর রুহুল আজিজের ওরশ মাহফিলে ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কামনা করে বাংলাদেশ তথা বিশ্ব মুসলিম উম্মার শান্তির ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
পরিচালনা করেন মাহফিলে শাহ্ ছুফী মুহাম্মদ আবরার ইবনে সেহাব আল কাদেরী আল চিশতি, মাওলানা মুফতী মোহম্মদ গিয়াস উদ্দিন, শাহ্ ছুফী মোহাম্মদ এমদাদুল ইসলাম, শাহ্ ছুফী মোহাম্মদ নজরুল ইসলাম, শাহ্ ছুফী মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদীন, শাহ্ ছুফী মাওলানা মোহাম্মদ মেজবাহ উদ্দিন, শাহ্ ছুফী মোহাম্মদ কুতুবউদ্দিন রাসেল বক্তব্য রাখেন। মাহফিলে দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মুসল্লি শরিক হন।
কর্মসূচির মধ্যে ছিল খতমে পাক কোরআন, কেরাত, হামদ, নাত, ইসলামী গজল, দরুদ শরীফ, জিকিরের মজলিস, সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহতায়ালা জন্য হুজুরের জীবনী আলোচনা আখেরী মুনাজাত।
সেদিন সারা দরবার শরীফ ছিল আলোকসজ্জায় সজ্জিত। চারপাশের সব স্থান আলোয় ঝলমল করছিল। রাস্তা জুড়ে গেট, ফেস্টুন ও ব্যানার টাঙানো ছিল, যা মাইলের পর মাইল বিস্তৃত ছিল। যাতায়াত ব্যবস্থায় ট্রেন, কার, সিএনজি, বাইক, হাইস, ট্রাক ও মাইক্রো সব ধরনের যানবাহনই চলাচল করছিল।









