
বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান স্যার আশুতোষ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট পাভেল মহাজন ২০২৩ সালে প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (রাষ্ট্রপতি পদক) অর্জন করাই রোভার গ্রুপের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
১৬ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ প্রফেসর জয়নাল আবেদীন।
তিনি বলেন, ১৯৯৭ সালে দুইজন পিআরএস অর্জন করার পর দীর্ঘ ২৮ বছর পর রোভার পাভেল মহাজন প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস) অর্জন করাই আশুতোষ কলেজ গৌরবান্বিত হয়েছে। তাঁর এই অর্জন আমাদের সকলের।
এতে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতীম ধর। প্রধান বক্তা ছিলেন প্রাক্তন সিনিয়র রোভার মেট বরেণ্য সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম।
রোভার স্কাউট লিডার (আরএসএল) সুব্রত চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন সিনিয়র রোভার মেট মো. আবু কাইয়ুম, সাজ্জাদ হোসেন ইমন, মো. শরীফুল ইসলাম চৌধুরী।
আবু নাঈম এর সঞ্চালনয় এতে উপস্থিত ছিলেন লালন, মনীষা, জেসমিন, সৌরভ, হৃদয়, অর্ক, রায়হান, মামুন, মিশু প্রমুখ।









