প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিউজগার্ডেন ডেস্ক: গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে নিউজগার্ডেন পত্রিকায় ‘হুন্ডি ডন আফসিয়ার অভিনব কায়দায় অর্থ পাচার’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন সায়মন ওভারসীজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসফিয়া জান্নাত সালেহ।

এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। সায়মন ওভারসিজ লিমিটেড সম্পর্কে কিছু বক্তব্য উপস্থাপন করা হয়েছে, যা একপাক্ষিক, বিভ্রান্তিকর এবং বাস্তবতা বিবর্জিত।

প্রতিবাদ লিপিতে তিনি আরো বলেছেন, সংশ্লিষ্ট বিষয়ে মন্ত্রণালয় হতে যে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে, তার যথাযথ, সময়োপযোগী ও লিখিত জবাব ইতোমধ্যে কর্তৃপক্ষের নিকট দাখিল করা হয়েছে। উল্লেখ্য, ব্যাখ্যা প্রদানের নোটিশ কোনো প্রমাণিত অভিযোগপত্র নয়; বরং এটি একটি প্রাথমিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশমাত্র, যা এখনো চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি।

প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, এ ধরনের একতরফা ও অসম্পূর্ণ তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ সায়মন ওভারসিজ লিমিটেড-এ সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং তা স্পষ্টতই মানহানিকর। আমরা উক্ত সংবাদের ভাষা ও উপস্থাপনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

এ ব্যাপারে সায়মন ওভারসীজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে একাধিক বার মুঠো ফোনে ফোন করার পরও ফোন রিসিভ করেননি।

সায়মন ওভারসীজ লিমিটেডের বক্তব্য

অভিযোগের সাথে যে ডকুমেন্টগুলো দেওয়া হয়েছে, সেখানে সাদা কাগজে ছক বানিয়ে কম্পিউটারে কম্পোজ করে সায়মন ওভারসিজ লিমিটেড-এর নাম ও IATA কোড বসিয়ে কিছু রুট উল্লেখ করা একটি বানোয়াট, মিথ্যা অভিযোগ।

অভিযোগকারী যে ডকুমেন্টসগুলো মন্ত্রণালয়ে জমা দিয়েছিলো সে ডকুমেন্টসগুলো IATA বা কোনো এয়ারলাইন্সসহ কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যায়নকৃত বা সত্যায়িত নয় এবং অভিযোগে সংযুক্ত স্টেটমেন্টে PNR, যাত্রীর নাম, যাত্রীর পাসপোর্ট নাম্বার, টিকিট নাম্বার এবং কোনো টিকিটের মূল্য কতো-এ ধরনের গুরুত্বপূর্ণ ও টিকেটের আবশ্যকীয় তথ্য উল্লেখ নেই। সুতরাং এর থেকে প্রতীয়মান হয় যে এই অভিযোগ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার এবং সায়মন ওভারসিজ লিমিটেডের অর্জিত সুনাম নষ্ট করার হীন উদ্দেশ্যে প্রদান করা হয়েছে।

সায়মন ওভারসিজ লিমিটেড প্রায় ৪৪ বছর ধরে সুনামের সাথে কর্পোরেট ট্রাভেল সেবা দিয়ে আসছে। এই সুদীর্ঘ সময়ে স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতার মাধ্যমে কর্পোরেট ও মাল্টিন্যাশনাল কোম্পানি সহ লক্ষ লক্ষ যাত্রীদের ট্রাভেল দিয়ে আসছে।

 

মন্তব্য করুন