মোহাম্মদ জাফর আহমদ সিআইপি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

নিউজগার্ডেন ডেস্ক: আবুধাবির স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান জাফর গ্রুপ অব কোম্পানির কর্ণধার আলহাজ্ব মোহাম্মদ জাফর আহমদ (জাফর স্টীল) এবারে সিআইপি নির্বাচিত হয়েছেন।
তিনি আজ ১৭ ডিসেম্বর (বুধবার) ঢাকায় আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল’র কাছ থেকে সম্মাননা ক্রেস্ট /সার্টিফিকেট গ্রহণ করেছেন।

তিনি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পূর্ব গুজরার অধিবাসী। তিনি দীর্ঘদিন ধরে আবুধাবীতে ব্যবসা-বাণিজ্য করে যাচ্ছেন। তাঁর সম্মাননা ক্রেস্ট পাওয়ার জন্য নিউজগার্ডেন পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।

সিআইপি নির্বাচিত হওয়ায় প্রবাসী মোহাম্মদ জাফর আহমদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নিউজগার্ডেন সম্পাদক কামরুল হুদা ও নিউজগার্ডেনের সাংবাদিক সমাজ।

আবুধাবির স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান জাফর গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শিক্ষা উদ্যোক্তা আলহাজ্ব মোহাম্মদ জাফর আহমদ। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ ২৩-২৪ অর্থবছরে শিল্পখাতে বৈদেশিক মুদ্রা বিনিয়োগকারী ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি তথা সিআইপি নির্বাচিত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

সিআইপি পুরুষ্কার গ্রহণ করে আলহাজ্ব মোহাম্মদ জাফর আহমদ বাংলাদেশ সরকার ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আবুধাবীর বাংলাদেশ হাইকমিশনারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশের পণ্য বিদেশে আমদানি করে দেশকে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ করে দেয়ার জন্য আমরা ক্ষুদ্র পরিসরে চেষ্টা করছি।

তিনি আরও বলেন, এতে আমরা আনন্দিত। বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এই প্রচেষ্টায় কোটি প্রবাসী বাংলাদেশিদেরকে অনুপ্রাণিত করবে।

আলহাজ্ব মোহাম্মদ জাফর আহমদ বহু বছর ধরে আবুধাবীতে বসবাস করেছেন। তিনি একজন বাংলাদেশি শিক্ষা উদ্যোক্তা এবং প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী।

 

মন্তব্য করুন