পাঁচলাইশ ওয়ার্ড শহীদ জিয়া স্মৃতি সংসদের বিজয় দিবস উদযাপন

নিউজগার্ডেন ডেস্ক: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পাঁচলাইশ ৩ নং ওয়ার্ড শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে চালিতাতলী বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ তৈয়বের সভাপতিত্বে ও ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইউনুস গনির পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী।

বিজয় দিবস উপলক্ষে ভোরে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। তাছাড়া সকাল থেকে মাইকে দেশাত্মবোধক গান, শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ভাষন প্রচার করা হয়। বাদে মাগরিব দলীয় কার্যালয়ে আয়োজন করা হয় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের। পরে আলোচনা সভা ও রাতের খাবার শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন চট্টগ্রাম মহানগর জিসাসের সভাপতি শিল্পী আবুল হাশেম আজাদ ও তার দল।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বায়েজিদ বোস্তামী থানা বিএনপির সাবেক সহ সভাপতি মোরশেদুল আলম, হাজী মো. আলম, আশরাফ মিয়া সওদাগর, সহ সাধারণ সম্পাদক আনিসুদ্দৌলাহ সোহেল, জানে আলম সোহেল, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন হিরু, পাঁচলাইশ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইসমাইল মির্জা সহ নেতৃবৃন্দ।

মন্তব্য করুন