
নিউজগার্ডেন ডেস্ক: ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে আজ ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার সকাল ৭টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পিত শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি শিক্ষক কৃষ্ণ শেখর দত্ত, উপদেষ্টা শিক্ষক বিজয় শংকর চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, অর্থ সম্পাদক তপন ভট্টাচার্য এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সজল দাশ।
শ্রদ্ধা নিবেদন শেষে শহিদ মিনারের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ আমাদের হাজার বছরের গৌরবময় ইতিহাস। এিশ লক্ষ শহিদের আত্মত্যাগ এবং দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। একই সঙ্গে আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান তারা।








