নিউজগার্ডেন ডেস্ক: মতি টাওয়ার ও মতি কমপ্লেক্সে দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যাগে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় কার্যকরী কমিটির সমন্বয়ে উপ কমিটি গঠন করা হয়, কমিটির সদস্য বৃন্দ আলহাজ্ব মো. রেজাউল করিম (আহবায়ক), আলহাজ্ব নুরুল কবির যুগ্ন আহবায়ক, এম ফিরোজ খান, জাহাঙ্গীর আলম চৌধুরী (সদস্য সচিব), সদস্য বৃন্দ আইয়ুব চৌধুরী (ভারপ্রাপ্ত সভাপতি), মতি কমপ্লেক্সে মো: শাহজাহান (সাধারণ সম্পাদক মতি কমপ্লেক্সে), মো. জামাল উদ্দিন সাবেক (সভাপতি মতি টাওয়ার), এড. মুসা সিকদার সায়েম, সদস্য ছোটন বড়ুয়া, সদস্য সাহাব উদ্দিন (সভাপতি) মতি টাওয়ার, আবদুল খালেক সাধারণ সম্পাদক মতি টাওয়ার, ফরিদুল হক।
খবরটি পড়েছেনঃ ৫৪