স্বাস্থ্যসম্মত খাবারের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো হোটেল জামান

নিউজগার্ডেন ডেস্ক: বন্দর নগরী চট্টগ্রামের কাজীর দেউরী এ্যাপোলো শপিং সেন্টারের ২য় তলায় ঐতিহ্যের ধারা অব্যাহত রেখে নিরাপদ, স্বাস্থ্যসম্মত, রুচিশীল সুস্বাদু খাবার নিয়ে যাত্রা শুরু করলো হোটেল জামান। এ উপলক্ষে ৯ মে বৃহষ্পতিবার সকাল ১১টায় শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অব.) বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপোলো শপিং সেন্টারের স্বত্বাধিকারী মোঃ নুরুল ইসলাম। পরিচালক এম জামশেদ গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেকান্দার জামান, সহকারী পুলিশ কমিশনার (অব.) জিয়াউল কবির, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক (অব.) মোঃ ফিরোজ মিয়া, পুলিশ পরিদর্শক (অব.) আবুল বশর, এপোলো শপিং সেন্টার বণিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ সাইফুদ্দীন, হোটেল পরিচালক মোঃ আশেক, মোঃ সৈয়দ, মোঃ নাসির উদ্দিন, এম রাজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী করিম, কাজী রাশেদ, মোঃ হাসান, নুরুল ইসলাম, মোঃ ইয়াকুব, মোঃ সাহেদ, মোঃ নাজিম উদ্দিন। বক্তারা বলেন, সময়ের চাহিদা বিবেচনায় কম খরচে ভালো খাবার পরিবেশন করা এখন সময়ের দাবি। সকল শ্রেণি পেশার মানুষ যাতে পরিবার পরিজন নিয়ে রুচিশীল খাবার গ্রহণ করতে পারে সে আয়োজন করেছে হোটেল জামান।

মন্তব্য করুন