
নিউজগার্ডেন ডেস্ক: শারদীয় দুর্গাপূজা’২৪ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, চট্টগ্রাম উত্তর জেলা নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন। চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক সৈয়দ মোস্তফা আলম মাসুম, সদস্যসচিব আওরঙ্গজেব খান স¤্রাট, সিনিয়র সদস্য পাশা আবু সুফিয়ান, যুগ্ম সচিব মো. ইউনুছ তালুকদার, মো. ইকবাল হোসেন বাপ্পী এক যুক্ত বিৃবতিতে শারদীয় দুর্গোৎসবে আইএইচআরসি’র বিভিন্ন উপজেলা, পৌরসভা, বিশ্ববিদ্যালয় ও কলেজ নেতৃবৃন্দ উত্তর জেলার আওতাধীন সকল পূজা মন্ডপে আইনশৃঙ্খলাসহ সুন্দর ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া উত্তর জেলার আওতাধীন প্রতিটি প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোর প্রতি অক্লান্ত পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামীতেও বাংলাদেশে গণতান্ত্রিক রক্ষায় সকল ধর্মের ধর্মীয় উৎসবগুলো যাতে শান্তিশৃঙ্খলার মধ্যে সম্পন্ন হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।