‘সাংবাদি মাজেদুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি’

 

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ, চট্টগ্রাম গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি যে, আমাদের সহযোদ্ধা সাংবাদিক মাজেদুল ইসলাম—এর বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। মাজেদুল ইসলাম বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ, চট্টগ্রামের একজন নিবেদিতপ্রাণ কর্মী। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণআন্দোলনে সে সক্রিয় ভূমিকা রেখেছে। একই সঙ্গে এশিয়ান টেলিভিশনের চট্টগ্রাম করেসপন্ডেন্ট হিসেবে নিষ্ঠা, সততা ও পেশাগত দায়িত্বপালন নিয়ে সাংবাদিকতা করে আসছে।

কিন্তু সম্প্রতি একটি প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে গত ১৩ মার্চ ২০২৫ ইংরেজি তারিখে চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে একটি ফৌজদারি মামলা (সিআর মামলা নং-৮৭৫/২০২৫) দায়ের করা হয়। আমরা মনে করি, এই মামলা একটি অসৎ, উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক পদক্ষেপ, যা গণমাধ্যমের স্বাধীনতা এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর সরাসরি আঘাত হানে।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ, চট্টগ্রাম এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি এবং অবিলম্বে এ মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।

মন্তব্য করুন