
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন-এর সাথে ডিসি রোড (আংশিক) চাঁন্দ মিয়া মুন্সি লেইন মহল্লা কমিটির পক্ষ থেকে আজ ১৪-০৯-২৫ দূপুরে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
মহল্লাবাসীর বিভিন্ন নাগরিক সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সরাসরি মেয়রের সাথে এই গঠনমূলক আলোচনা হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মহল্লা কমিটির আহবায়ক এমদাদুল হক বাদশা, সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম উল্লাহ, এবং সদস্য সচিব লায়ন এ. এম. এ. মন্নান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন শেখ আলা উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন, আব্দুল হামিদ, শওকত আলম দুলাল, মোঃ আলম, মোঃ জাবেদুল হক, মোঃ আউয়াল, রৌকন উদ দৌলা,সাদ্দামুল হক ও সালা উদ্দিন বাপ্পি।
মহল্লা কমিটির নেতৃবৃন্দ রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ সমস্যা, সড়ক বাতি, মশা নিধনসহ নাগরিক সেবার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন মহল্লাবাসীর অংশগ্রহণ ও সচেতনতাকে স্বাগত জানান এবং বলেন, “চট্টগ্রামের উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ ও যৌথ উদ্যোগই একটি আধুনিক ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে পারে।”
সাক্ষাৎ শেষে মেয়র এলাকাবাসীর উন্নয়ন চাহিদাগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।