চট্টগ্রামে ডিডিআরসি’র প্রতিবন্ধী রিহ্যাব স্ক্রিনিং ক্যাম্প

নিউজগার্ডেন ডেস্ক: ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট এন্ড রিসার্স সেন্টার (ডিডিআরসি) এর উদ্যোগে আজ ১৪ সেপ্টেম্বর (রবিবার) সকাল ১০ টায় পাহাড়তলী রেলওয়ে যুবদল ক্লাবে প্রতিবন্ধী শিশু ও যুবদের জন্য দুই দিন ব্যাপী রিহ্যাব স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করা হয়।

এ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট এবং পুনর্বাসনকর্মীরা প্রতিবন্ধী শিশু ও যুবাদের পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা, থেরাপি এবং ভবিষ্যতের করণীয় বিষয়ে অভিভাবকদের পরামর্শ প্রদান করছেন।

ক্যাম্পটির উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা সমাজসেবা অধিদফতর’র সহকারী পরিচালক মোঃ জসীম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিতারাই ফেরদৌস।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশু ও যুবদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় ডিডিআরসি ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রশংসা করেন।
তিনি উপস্থিত প্রতিবন্ধী শিশু, যুবা এবং তাদের কেয়ারগিভারদেরকে সমাজ সেবা অধিদপ্তর বাস্তিবায়িত বিভিন্ন কর্মসূচী সম্পর্কে অবহিত করেন যে, রোগী-কল্যাণ সমিতি সরকারী হাসপাতালে দরিদ্র ও অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা এবং অপারেশনের জন্য আর্থিক বরাদ্দ আছে। পাশাপাশি অটিজম ও এনডিডি সেবা কেন্দ্র প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চিকিৎসা ও সকল প্রকার থেরাপি প্রদান করে থাকে। সবাইকে সে সকল সেবা গ্রহণ করার জন্য তিনি সকলকে অনুরোধ করেন।

অনুষ্ঠানে ডিডিআরসির নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম সাজ্জাদ বলেন, ডিডিআরসি প্রতিবন্ধী শিশু ও যুবাদের সমাজে সম্মানজনক সহাবস্থান, অর্থবহ অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে, সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এবং লিলিয়ানা ফন্ডস-এর সহযোগিতায় পাঁচ বছর মেয়াদী সমাজ ভিত্তিক পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় আজ ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড এবং ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের প্রতিবন্ধী শিশু ও যুবদের জন্য স্বাস্থ্য ও পুনর্বাসন ক্যাম্প আয়োজন করতে পেরেছি। এ জন্য আমরা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, জেলা সমাজ সেবা কার্যালয়সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

ক্যাম্পে ৪০ জন শারিরীক, দৃষ্টি, অটিজম, ডাউনসিন্ড্রোম, বুদ্ধি প্রতিবন্ধী শিশু ও যুবরা চিকিৎসা ও পুনর্বাসন সেবা গ্রহণ করেন।

মন্তব্য করুন